সর্বশেষ

'বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দলীয় কার্যালয়ে আসার খবরে নয়াপল্টন ভিআইপি সড়কে জড়ো হয় শতাধিক নেতা-কর্মী। এ সময় বিএনপির কার্যালয়ের সামনের সড়কের বৈদ্যুতিক বাতির আলো নিবে যায়।'
 

'সোমবার (৯ জানুয়ারি) বিকেলের পর থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের জড়ো হতে থাকে দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাদের সেখানে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। বিএনপির নেতাদের দাবি, কারামুক্ত  মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যখন নেতা-কর্মীরা বরণ করে নিতে এখানে উপস্থিত হয়েছে, তখন পার্টি অফিস থেকে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে।'


'ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রকিবুল আলম মঞ্জুর দাবি, সরকারের হুকুমে আমাদের পার্টি অফিসে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

'বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে'

যাতে নেতা-কর্মীরা কারামুক্ত নেতাদের বরণ করে নিতে না পারে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কারামুক্ত মির্জা ফখরুল আলমগীর ও মির্জা আব্বাস কারাগার থেকে সরাসরি নয়াপল্টন পার্টি অফিসে যাবেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত