সর্বশেষ

'২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিলো ডিএনসিসি বিলবোর্ডের কর পরিশোধে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানারের বকেয়াসহ বিজ্ঞাপন কর পরিশোধ করার সময় বেঁধে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সাম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন এক গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে কর পরিশোধ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 

'বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের অভিপ্রায়ে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়ে এবং স্মার্ট সিটি গড়ে তোলার অভিযাত্রা শুরু হয়েছে। কিন্তু আজকাল লক্ষ্য করা যাচ্ছে যে, যত্রতত্র অবৈধভাবে বিভিন্ন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি স্থাপন করা হয়েছে যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অননুমোদিত।'


'সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই অবস্থায় নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির উপর আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী বিজ্ঞাপন কর সিটি করপোরেশন প্রাপ্য।এই প্রেক্ষিতে সকল প্রতিষ্ঠানসমূহকে তাদের

'২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দিলো ড িএনসিসি বিলবোর্ডের কর পরিশোধে'

স্থাপিত নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির বকেয়াসহ হালসন (২০২২-২৩ অর্থ বছর) পর্যন্ত বিজ্ঞাপন কর (আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী) আগামী ২৭ ডিসেম্বরের মাসের মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত