সর্বশেষ

'আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সহায়তা দেবে ডিএমপি'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনেই সমাবেশ করার পরিকল্পনায় রয়েছে। তারপরও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা ভেন্যুর বিষয়ে ফয়সালা করতে যোগাযোগ করছে।'
 

'বেশ কয়েক দফা কথাবার্তার পরও ডিএমপি কর্মকর্তাদের প্রশ্ন, ১০ ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করতে বিএনপির সমস্যা কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো বিএনপি নেতাকর্মীদের উপস্থাপন করা হয়েছে, তারপরও তারা আশ্বস্ত হতে পারছেন না বলেও মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একাধিক কর্মকর্তা। পুলিশ কর্মকর্তারা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আর কোথাও ১০ ডিসেম্বর জমায়েত হওয়ার কোনও সুযোগ নেই বিএনপি নেতাকর্মীদের। বর্তমানে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে প্রতিনিয়ত দলীয় মিটিং হচ্ছে। বিএনপি'র নেতৃস্থানীয় নেতারা সেখানে মিটিং করছেন। কিন্তু ১০ ডিসেম্বর নয়াপল্টনের সামনে জমায়েত হওয়ার কোন সুযোগ দেওয়া হবে না। যদি কেউ জমায়েত হওয়ার চেষ্টা করে তাহলে তা হবে অবৈধ জমায়েত। যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অন্তরায় হিসেবে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে যেকোন অ্যাকশনে যাবে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাওয়ার পরও আবারও নতুন ভেন্যুর জন্য ডিএনপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপি'র একটি প্রতিনিধি দল। তারা বিকল্প একটি ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন, যেটা আরামবাগ মাঠে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিকল্প কোন ভেন্যুর চিন্তা করা হয়নি। কর্মকর্তারা আরও জানান,বিএনপি নেতাকর্মীরা যদি আরও উন্মুক্ত জায়গা খোঁজেন সমাবেশ করার জন্য তা ঢাকার মধ্যে আর নেই। সেক্ষেত্রে হতে পারে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব এস্তেমার মাঠ কিংবা পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ। এসব জায়গায় যদি সমাবেশ করতে চায় তাহলে কোন ধরনের আপত্তি থাকবে না ডিএমপির পক্ষ থেকে।'


'পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিএনপি নেতাদের ভেন্যুর বিষয়ে আলাপ চলছে। বিএনপি নেতারা পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা হুমকির বিষয় তারা অনুভব করছেন। সে দৃষ্টিকোণ থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশটি নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাতে যত ধরনের পুলিশি সহায়তা প্রয়োজন সব বিষয়ে আশ্বাস দেয়া হয়েছে।

'আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সহায়তা দেবে ডিএমপি'

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন ২৪খবরবিডিকে বলেন, বিএনপি'র ১০ ডিসেম্বরের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, ডিএমপির পক্ষ থেকে এই সিদ্ধান্তে অনড়। সমাবেশকে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, সব প্ল্যান ও প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি। এছাড়া রাস্তার উপরে কোনও সমাবেশ অনুমতি দেওয়া হবে না।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত