প্রকাশ :
২৪খবরবিডি: 'টাকায় নয় এখন ঘুষ ডলারে লেনদেন হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। জহুরুল ইসলাম আশু নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন- এ সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।'
'ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জাল জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ কারারক্ষী চাকরি করছেন, গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়।
টাকায় নয়,'ডলারে এখন ঘুষ লেনদেন হয়' : হাইকোর্ট
পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের জাল জালিয়াতি প্রমাণ পায়। এর মধ্যে একজনের পরিবর্তে চাকরি করছেন আরেকজন, এমন তিনজনকে শনাক্ত করা হয়।'