সর্বশেষ

জাতীয় এনআইডি নিয়ে ইসি যা বলছে সেটি তাদের নিজস্ব বক্তব্য

প্রকাশ :


২৪খবরবিডি: 'জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে যে বক্তব্য আসছে সেটি তাদের নিজস্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।'
 

'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে এতে ভোগান্তি বাড়বে। এ বিষয়ে মন্ত্রণালয় কী মনে করছে- জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বক্তব্য। সরকার মনে করে, শিশুটি যখন জন্মগ্রহণ করে তখন থেকেই সে এনআইডি প্রাপ্য। যে নম্বরটি তাকে দেওয়া হবে মৃত্যু পর্যন্ত ওই নম্বরটি তার থাকবে। মানুষ প্রাপ্ত বয়স্ক হলে তখন ভোটার তালিকা তৈরি করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যা বলছে, সেটি তাদের নিজস্ব বক্তব্য। সরকার মনে কর এনআইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা উচিত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি বেশ কয়েকজন পুলিশকে অবসরে পাঠানো হয়েছে। কথা রটেছে আরও বেশ কিছু পুলিশ সদস্য ওই তালিকায় রয়েছেন।'


'মূলত বিষয়টি কী-জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা আপনারা আগেও খেয়াল করেছেন। যারা মনে করছেন পুলিশ বাহিনীতে আর থাকবেন না বা তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন (অভিযোগ) থাকতে পারে, এমন পুলিশ সদস্যরা ব াহিনী থেকে চলে যান।

জাতীয় এনআইডি নিয়ে ইসি যা বলছে সেটি তাদের নিজস্ব বক্তব্য

এছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিত এমন তালিকা প্রকাশ হয়ে থাকে। যাদের ২৫ বছর বাহিনীতে সার্ভিস সম্পন্ন হয়েছে বা সদর দপ্তর মনে করে তাদের আর প্রয়োজন নেই, তাদের অবসরে পাঠানো হয়, জানান তিনি।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত