সর্বশেষ

নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে: সেতুমন্ত্রী

প্রকাশ :


সেতুমন্ত্রী ওবায়দুল কাদের)

২৪খবর বিডি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে।
' নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন ওয়ার্ক করে যাবে। বাকি কাজ নিরপেক্ষ নির্বাচন কমিশন করবে।'
 
' বৃহস্পতিবার (০৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। '
 
* আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নেবে। আর সেই নির্বাচনে বিপুল ভোট পেয়ে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।
 
'' নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে: সেতুমন্ত্রী ''
 
 
' এরপর ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় ওবায়দুল কাদের দুঃসময়ের কর্মীরা যেন নতুনদের আগমনে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত