সর্বশেষ

ঈদের নামাজ পড়বেন বঙ্গবভনের দরবার হলে রাষ্ট্রপতি

প্রকাশ :


(রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ)

২৪খবর বিডি : ' বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।'
 
* রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় বঙ্গবভনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারাদিন পরিবারের সঙ্গে দিন কাটাবেন।
 
'' ঈদের নামাজ পড়বেন বঙ্গবভনের দরবার হলে রাষ্ট্রপতি  ''
 
সাধারণত জাতীয় ঈদগাহ ে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। গেল দুই বছর করোনামহামারির কারণে বন্ধ হয়ে যায় এই ঐতিহ্য। 
 
' জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। '

Share

আরো খবর


সর্বাধিক পঠিত