জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: দাবিতে জাসদের বিক্ষোভ
প্রকাশ :
২৪খবরবিডি: 'জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সোমবার (৮ আগস্ট) বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।'
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, শুভংকর দে বাপ্পা, ফজলুল কাদের, শ্রমিক নেত্রী শিরিন শিকদার, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগবিলাসের দায় জনগণের ওপর না চাপিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, করোনার অভিঘাতের কারণে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এমনিতেই বেড়ে গেছে।
-এরই মধ্যে সার-ডিজেল-পেট্রল-অকটেনের দাম বৃদ্ধি জনগণের কাছে 'মরার ওপর খাড়ার ঘা' এর সামিল। সার-ডিজেল-পেট্রল-অকটেনের মূল্য বৃদ
্ধির ফলে গণপরিবহন, পণ্য পরিবহন, কৃষি সেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব মোকাবেলা করার মতো
জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: দাবিতে জাসদের বিক্ষোভ
ক্ষমতা এই মুহূর্তে জনগণের নেই। নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট-দুর্নীতি-অপচয়-ভোগবিলাস বন্ধ করে জ্বালানি তেল, সার ও নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 'সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।'