সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে দুবাই যাওয়ার পথে '৩২ হাজার ডলারসহ' যাত্রী আটক

প্রকাশ :


২৪খবরবিডি: 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ হাজার ২৫০ ডলারসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিপা বেগম নামের এই যাত্রীকে আটক করা হয়। জানা যায়, বৈদেশিক মুদ্রাসহ নিপাকে ঢাকা কাস্টম হাউসের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।'
 

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, গতকাল দুপুরে দুবাইগামী একটি ফ্লাইটে দুবাই যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপা। তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিংয়ে দেওয়া হয়। সেখানে দায়িত্বরতরা ব্যাগের ভেতরে বৈদেশিক মুদ্রাসদৃশ বস্তু দেখতে পান।  


এরপর দায়িত্বরত কর্মকর্তারা ব্যাগ খুলে ভেতরে অনেকগুলো বৈদেশিক মুদ্রা পান।

 শাহজালাল বিমানবন্দরে দুবাই যাওয়ার পথে '৩২ হাজার ডলারসহ' যাত্রী আটক

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তা গুনে ৩২ হাজার ২৫০ মার্কিন ডলার পাওয়া যায়।  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত