সর্বশেষ

'ভারতের পশ্চিমবঙ্গে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৮, আহত ৬০ জন'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ভারতের পশ্চিমবঙ্গে দুই ট্রেনের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেন। একটি মালগাড়ির ধাক্কায় ট্রেনটির পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত এই দুর্ঘটনা মানবসৃষ্ট। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল পশ্চিমবঙ্গের উত্তর অংশে। এসময় আসামের শিলচর থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।'
 

'সিগন্যাল লাল থাকায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি। খেলনাগাড়ির মতো মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগি। লাইচ্যুত হয় মালগাড়িও। স্থানীয় রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক।
'ভারতের পশ্চিমবঙ্গে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৮, আহত ৬০ জন'
সেই কারণেই একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে, সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এ ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। একই লাইনেই দু'টি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদহের উদ্দেশে রওনা করিয়ে দিয়ে তার পর মালগাড়িকে পাস করানোর কথা।'-বিবিসি

Share

আরো খবর


সর্বাধিক পঠিত