সর্বশেষ

সাকিবের মাঠে ফেরার ব্যাকুলতা

প্রকাশ :


২৪খবর বিডি : পরিবারের পাঁচ সদস্য ছিলেন হাসপাতালে। তাই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। দেশে ফিরে এসেই পরিবার নিয়ে ব্যস্ততা। 'এরই মধ্যে না ফেরার দেশে চলে যান তার শাশুড়ি।' তার আগেই অবশ্য বড় মেয়ের স্কুল খুলে যাওয়ায় সাকিব আল হাসান মেয়েকে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি এখনই দেশে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে তার থাকা না থাকা নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনি তিনি ফিরে এলেন দেশে। ব্যাট-বল হাতে মাঠে ফিরতে ব্যাকুল বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। * লঙ্কা সিরিজে মাঠে নামার আগে খেলবেন সুপার লীগেও। তার পুরোনো দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সাকিব আজই মাঠে নামছেন প্রাইম ব্যাংকের বিপক্ষে। হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে হঠাৎ করেই। সাকিবের চলতি লীগে খেলার কথা মোহামেডানের হয়ে। কিন্তু তার দল সুপার লীগে উঠতে পারেনি। তাই আসরের নিয়ম অনুসারে তিনি অন্য দলে নাম লিখিয়েছেন সুপার লীগে। সুপার লীগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছেন মোহামেডানের অপর দুই শীর্ষ তারকা মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজও। লীগ পর্বে মুশফিক-মিরাজও কোনো ম্যাচ খেলেননি। গতকাল সকালে ঢাকায় ফিরে সাকিব আল হাসান বলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত মানে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্তটি নেয়া। ভাবলাম, যেহেতু একটা সুযোগ আছে খেলার, সামনে শ্রীলঙ্কা সিরিজটাও আছে, তো এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, আমার জন্য প্রস্তুতি ভালো হবে। যেহেতু বেশ অনেক দিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের মতো হয়ে গেল যে ক্রিকেট খেলি না। যদি এই চারটা ম্যাচ খেলতে পারি, খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সেজন্যই সুযোগটি নেয়া। * ঢাকার ক্লাব ক্রিকেটে বিতর্কিত কর্মকর্তা লুৎফর রহমান বাদল। বর্তমানে তিনি নিষেধাজ্ঞার শিকার হয়ে রয়েছেন দেশের বাইরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিস িবি) তাকে দেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। তবে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ঢাকা প্রিমিয়ার লীগে নিজের অবস্থান ধরে রেখেছে। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে এবার সুপার লীগ খেলা নিশ্চিত করেছিল ক্লাবটি। এবার চোখ রাখছে শিরোপার দিকে। সুপার লীগের প্রথম ম্যাচে জয় দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। চমক দেখিয়ে এবার দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। ১৬ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে রয়েছে তারা। এই দলের আরেক তারকা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। * আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। জিতলেই শেখ জামালের সঙ্গে কমে আসবে ব্যবধান। লিজেন্ডস অব রূপগঞ্জ দলের কর্ণধার লুৎফর রহমান বাদলের সঙ্গে সাকিবের সম্পর্ক বেশ পুরানো। এ ক্লাবেই সাকিব খেলেছেন দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে। অন্যদিকে সাকিবের শাশুড়ী মারা গেলেও পরিবারের বাকি সদস্যরা সুস্থ হয়ে উঠেছেন। আর এই কারণেই খেলার সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যা হয়নি সাকেবের। তিনি বলেন, ‘এখন অবশ্যই ভালো অনুভব করছি। মনোযোগটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি। গত মঙ্গলবার মোহামেডান ক্লাব থেকে হুট করেই জানানো হয়, লিজেন্ডস অব রূপগঞ্জে খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছে তারা। মোহামেডানের যে ক্রিকেটাররা এবার একটি ম্যাচেও তাদের হয়ে মাঠে নামেননি, সেই ক্রিকেটারদের অন্য ক্লাবে খেলার অনুমতি দেয়া হচ্ছে আগে থেকেই। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ যেমন মোহামেডান ছেড়ে নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। * দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ই মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গত কয়েক বছরে নানা টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া না যাওয়ায় এই সিরিজে তার খেলা নিয়েও সংশয় ছিল অনেকের। তবে তার নিজের মনে কোনো সংশয় ছিল না বলেই জানালেন সাকিব। তিনি বলেন, ‘এটায় সন্দেহের কোনো ব্যাপার ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকতো, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলবো।’ আজ সুপার লীগের অন্য ম্যাচে নবাগত দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে তালিকার শীর্ষ দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আরেক ম্যাচে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত