সর্বশেষ

'মারা গেলেন ফুটবলের কিংবদন্তী বেকেনবাওয়ার'

প্রকাশ :


/ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার / ছবি : এএফিপ

২৪খবরবিডি: 'মারিও জাগালো না ফেরার দেশে পাড়ি জমানোর মাত্র দুদিনের মাথায় চলে গেলেন ফুটবলের আরেক কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার তিনজনের ছোট্ট তালিকায় অগ্রজ দুজনই চলে গেলেন। ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে হতাশ করে ১৯৭৪- এর বিশ্বকাপ জিতেছিল বেকেনবাওয়ারের জার্মানী। পরে ১৯৯০- এ ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোচ হিসেবে জেতেন দ্বিতীয় শিরোপা। ফুটবলে 'দ্য কাইজার' হিসেবেই যার পরিচিতি। রাজপাট চুকিয়ে সেই বেকেনবাওয়ার এখন অন্যলোকের বাসিন্দা।'
 

'আজ ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বেকেনবাওয়ারের পরিবার জার্মান সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন এ খবর। জাতীয় দলের হয়ে শুধু বিশ্বকাপ না, খেলোয়াড় ও কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের
'মারা গেলেন ফুটবলের কিংবদন্তী বেকেনবাওয়ার'
হয়েও জিতেছে জার্মানির শীর্ষ লিগ শিরোপা। ১৯৭২-এ জার্মানির হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে। দুইবার জিতেছেন ব্যালন ডি'অর। বেকেনবাওয়ারের চলে যাওয়ায় আরও একবার আলো হারাল বিশ্ব ফুটবল।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত