সর্বশেষ

'গাজায় অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি চায় ফ্রান্স'

প্রকাশ :


/ হামাসকে নির্মুল করবে ইসরায়েলি বাহিনী / ছবি: বিবিসি

২৪খবরবিডি: 'গাজায় চলমান সংঘাতের অবসানে অবিলম্বে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফ্রান্স বলছে গাজার পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলছেন, এই যুদ্ধে অনেক বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। এর আগে যুক্তরাজ্য ও জার্মানিও টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠকের জন্য রবিবার তেল আবিব পৌঁছেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবেন। এই পদক্ষেপ সকল জিম্মি মুক্তি এবং গাজায় সহায়তা প্রদানের লক্ষ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সাহায্য করবে।'
 

'এদিকে কোহেনের সঙ্গে বৈঠকের সময়, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কথা ভুক্তভুগীদের ভুলে যাওয়া উচিত নয়। তিনি ইসরায়েলি সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন কোনও যুদ্ধবিরতি হবে না। তবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের সঙ্গে উত্তর সীমান্তে ইসরায়েলের আরেকটি যুদ্ধ শুরু করার কোন ইচ্ছা নেই, তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার করবে। দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে নিয়মিত আন্তঃসীমান্ত সংঘাত চলছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরান-সম র্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর প্রত্যেক দিনই হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটছে।'


'এদিকে ব্রিটেনের ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক রবিবার গাজা সংঘাতে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসে লেখা যৌথ এক নিবন্ধে তারা বলেন, দীর্ঘমেয়াদী এবং টেকসই যুদ্ধবিরতি চুক্তি হলেই তারা কেবল তাতে সমর্থন জানাবেন। অন্যদিকে, গত সপ্তাহে

'গাজায় অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি চায় ফ্রান্স'

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এক প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য এবং জার্মানি। ৭ অক্টোবর হামাস ইসরায়েলকে উদ্দেশ করে আকস্মিক হামলা চালানোর পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। হামাসকে নির্মুল করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত