সর্বশেষ

'স্থল অভিযানে চার দশকের মধ্যে গাজায় সর্বোচ্চ সেনা হারাল ইসরায়েল'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ফিলিস্তিনের গাজায় গত দুই মাসের হামলা ও স্থল অভিযানে গত প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা হারিয়েছে ইসরায়েল। গত অক্টোবর থেকে গাজার অভ্যন্তরে ট্যাঙ্ক নিয়ে জোরালো স্থল অভিযানের পর থেকে আজ রোববার পর্যন্ত ১০৪ জন সেনা হারিয়েছে দেশটি। এর আগে ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চলা প্রথম লেবানন যুদ্ধে ৬৫৭ জন সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর একাধিক সংঘাত হলেও এবারের গাজায় আগ্রাসনের মতো অল্প সময়ে এত সংখ্যক সেনা নিহত হয়নি।'
 

'সবশেষ রোববার আরও ৫ সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার দক্ষিণ গাজায় ৪ সেনাসহ ৯৯ জন সেনা নিহতের খবর জানিয়েছিল ইসরায়েলি বাহিনী। আর গতকাল প্রকাশ করা ৫ জনের বয়স ১৯-২৫ বছরের মধ্যে বলে জানানো হয়। ১৯৮২ সালের লেবানন যুদ্ধে ইসরায়েল
'স্থল অভিযানে চার দশকের মধ্যে গাজায় সর্বোচ্চ সেনা হারাল ইসরায়েল'
দক্ষিণ লেবাননে হামলা চালায়। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পাল্টা আক্রমণে ইসরায়েল হারায় তার ৬৫৭ সেনা। এ ছাড়া ২০০৮ সালে আল আকসা বিদ্রোহে ৩৩২ সেনা, ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে ১২১ জন, ২০১৪ সালের গাজা যুদ্ধ তথা সামরিক অভিযানের সময় নিহত হয় ৬৭ জন ইসরায়েলি সেনা।'-খবর আলজাজিরা

Share

আরো খবর


সর্বাধিক পঠিত