সর্বশেষ

'গাজায় নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের': যুক্তরাষ্ট্র

প্রকাশ :


/ জো বাইডেন ও বেনিয়ামিন নেতানিয়াহু / ফাইল ছবি: রয়টার্স

২৪খবরবিডি: 'ফিলিস্তিনি বেসামরিক নিহতের ঘটনায় ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, গাজায় নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের। রবিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজা উপত্যকায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে যাওয়া এবং ক্রমবর্ধমান থাকায় চাপের মুখে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। স্পষ্ট করার দাবি উঠছে যে, ইসরায়েলের প্রতি অবিচল মার্কিন সমর্থন গাজায় দেশটি যা করছে সেগুলোর প্রতি নিরঙ্কুশ সমর্থন কি না।'
 

'সাক্ষাৎকারে সুলিভান বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এগুলোর মধ্যে মানবিক সহায়তার বিষয়গুলো, সন্ত্রাসবাদী এবং নিরপরাধ বেসামরিকদের মধ্যে পার্থক্য করা এবং ইসরায়েল সামরিক অভিযান নিয়ে ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা যা বিশ্বাস করি তা হলো এই সামরিক অভিযানের প্রতিটি ঘণ্টা ও প্রতিটি দিন আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) ও ইসরায়েলি সরকারের উচিত হামাস সন্ত্রাসীদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করার জন্য তাদের কাছে থাকা সম্ভাব্য সব উপায় গ্রহণ করা। সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র এই বিষয়ে স্পষ্ট ছিল এবং বাইডেন রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনালাপে এই অবস্থান পুনর্ব্যক্ত করবেন। সুলিভান আরও বলেন, ইসরায ়েল-অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থি ইহুদি সেটেলারদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রয়েছে নেতানিয়াহুর। পশ্চিম তীরে নিরীহ মানুষের বিরুদ্ধে সেটেলারদের সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন নিহত হন। এর জবাবে গাজায় সর্বাত্মক অবরোধ ও অবিরাম বোমা বর্ষণ করে আসছে ইসরায়েল। সম্প্রতি গাজায় স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।'


'সুলিভান দাবি করেছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস যোদ্ধারা ফিলিস্তিনি বেসামরিক অবকাঠামোর মধ্যে অবস্থান নিয়েছে। ফলে তাদের বিরুদ্ধে অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেছেন, এটি ইসরায়েলের জন্য একটি বোঝা। কিন্তু আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্বকে কমিয়ে দেয় না। এই আইনে সন্ত্রাসী ও

'গাজায় নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের': যুক্তরাষ্ট্র

বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করা এবং গাজার সিংহভাগ নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার দায় রয়েছে। গাজায় আগ্রাসনের শুরুতেই ইসরায়েল অবরোধ কঠোর করেছে। তিন সপ্তাহ ধরে বোমাবর্ষণ করার পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধের সরবরাহ কম থাকায় হাজার হাজার বাসিন্দা খাদ্য পেতে জাতিসংঘের গুদাম ও বিতরণ কেন্দ্রে লুটপাত চালিয়েছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত