সর্বশেষ

'দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে নামছে বাংলাদেশ'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পর্যায়ের প্রস্তুতির ভালো মঞ্চ হতে পারে নিউজিল্যান্ড সিরিজ। তবে এতে বাধ সেধেছে বৃষ্টি, যার কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে। ফলে ম্যাচে কেবল বোলিং করেছিল টাইগাররা, ব্যাট হাতে তারা নামার আগেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ (শনিবার) কিউইদের মোকাবেলা করবে লিটন দাসের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।'
 

'দ্বিতীয় ম্যাচের আগেরদিন (শুক্রবার) দুই দলই কাটিয়েছে বিশ্রামে। তবে প্রথম ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা। বিশ্বকাপের আগে ব্যাটিং ঝড়ের বদলে মিরপুরে নিষ্প্রাণ উইকেটের দেখা মিলেছে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এ বিষয়ে কথা বলেছে দুই দলই। শুরুতে বাংলাদেশ কোচ নিক পোথাস বলছিলেন, আমরা পিচকে রেটিং করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ পেয়েছে। আপনি এতে আর কি আশা করেন? গামিনির (প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা) পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে অল্প সময়েও তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন।' এদিকে সংবাদ সম্মেলনে আসা কিউই অধিনায়ক লকি ফার্গুসনও উইকেট নিয়ে বলেছেন, পিচ নিয়ে আমি তেমন জানি না। আগের দিনও যেটা বলেছি, এই সিরিজ নিয়ে আমরা খুব ফোকাসড।'


'এখানে হয়তো ভারতের চেয়ে আলাদা কন্ডিশ ন, কিন্তু স্পিন উইকেটে খেলা সবসময় সাহায্য করে। আমি নিশ্চিত না ভারতেও একই রকম হবে কিনা। কিন্তু হ্যাঁ, আমাদের দিক থেকে শিক্ষাটা নিচ্ছি আর সিরিজে মনোযোগ দিচ্ছি।' তিনি আরও বলেন, দ্বিতীয় ম্যাচটা একদিন পরই, কোনো সন্দেহ নেই আমরা আবার একসঙ্গে হবো আর পিচের ব্যাপারে কথা

'দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে নামছে বাংলাদেশ'

বলব। দেখবো কী কাজে আসে, এরপর একে-অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করে যেন বোলাররা শনিবার ভালো করতে পারে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের থেকে বাংলাদেশ দলের দুই ক্রিকেটারের ওপর বেশি নজর রাখবে দর্শকরা। কেননা মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার রয়েছেন আসন্ন ভারত বিশ্বকাপ দলের বিবেচনায়। যে কারণে এই দুই ক্রিকেটারের পারফর্মে থাকবে দর্শকদের বাড়তি নজর।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত