সর্বশেষ

'বড় ধাক্কা খেয়েও ১০ জনকে নিয়ে লিভারপুলের জয়'

প্রকাশ :


/ জোড়া গোল করেন নুনেজ /

২৪খবরবিডি: 'বড় ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত আরেকবার তৈরি করলো লিভারপুল। এএফসি বোর্নমাউথের বিপক্ষে আগের ম্যাচে পিছিয়ে পড়ার পর ১০ জনের দল নিয়ে জিতেছিল তারা। রবিবারও একই দুর্ভাগ্যের শিকার অলরেডরা, কিন্তু শেষ হাসি হেসেছে তারাই। ১০ জনের লিভারপুল নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে। প্রতিপক্ষের মাঠে এদিন এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে লিভারপুল। ২৮ মিনিটে স্বাগতিকদের ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভার্জিল ফন ডাইক। ভিএআরও একই রায় দিয়েছে।'
 

'নেদারল্যান্ডস তারকার বিদায়ের তিন মিনিট আগেই লিভারপুলের জাল কাঁপায় নিউক্যাসেল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ভুলে গোল খায় তারা। মোহাম্মদ সালাহর ব্যাকপাস ধরতে গিয়ে বল ফসকান আর্নল্ড। এই ভুলের সুযোগ নিয়ে গর্ডন নিউক্যাসেলকে এগিয়ে দেন। একজন কম নিয়ে খেললেও গোলকিপার আলিসনের বীরত্বে ব্যবধান বাড়াতে দেয়নি লিভারপুল। ৩৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে শট নেন আলমিরন। পাঞ্চ করে তার ওই শক্তিশালী ভলি গোলবারের ওপর দিয়ে পাঠান। প্রথমার্ধে চার মিনিট যোগ করা হলেও সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ৫০ মিনিটে আলমিরনের শট তাদের চমকে দিতে বসেছিল। কিন্তু বল গোলবারের ওপর দিয়ে মাঠের বাইরে যায়। চার মিনিট পর গর্ডনের নেওয়া পরীক্ষায় উতরে যান আলিসন।'  


'৬৭ মিনিটে লিভারপুল তারকা সালাহর শট সময়মতো বিপদমুক্ত করে হতাশ করেন বটম্যান। ৭৬ মিনিটে আলমিরন গোলপোস্টে আঘাত করলে বড় বাঁচা বেঁচে যায় লিভারপুল। পরের মিনিটে মাতিপের বদলি নামেন ডারউইন নুনেজ। তিনি বদলে দেন ম্যাচ। বেঞ্চ থেকে উঠে আসার

'বড় ধাক্কা খেয়েও ১০ জনকে নিয়ে লিভারপুলের জয়'  

চার মিনিটের মাথায় তিনি গোল করে সমতা ফেরান। এই ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল নিউক্যাসেল। তাদের হৃদয় ভেঙে দেন নুনেজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সালাহর বাড়ানো বল নিয়ে জাল কাঁপান তিনি। এই জয়ে তিন ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত