'প্যারিসের আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের'
প্রকাশ :
/ আইফেল টাওয়ারের একাংশ / ছবি: রয়টার্স
২৪খবরবিডি: 'ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে শনিবার বোমা হামলার আতঙ্কে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের। এই খবরে ভীতি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বোমা হামলার আতঙ্কের দুই ঘণ্টা পর আইফেল টাওয়ারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। একটি সূত্র দাবি করেছে, এটি একটি ভুল সতর্কবার্তা ছিল।'
'বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের তিনটি তলা ও নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। বোমা বিশেজ্ঞদের একটি দল রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গায় তল্লাশি
'প্যারিসের আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের'
চালিয়েছে। এখন পর্যন্ত বিপজ্জনক কোনও বস্তু পাওয়া যায়নি। প্রতিদিনই স্থানীয়দের পাশাপাশি বিশ্বের অনেক দেশের নাগরিক ঐতিহাসিক আইফেল টাওয়ার দেখতে ফ্রান্সে ভ্রমণে আসেন।'-সূত্র: রয়টার্স