সর্বশেষ

'বাংলাদেশের নারী ক্রিকেটকে বিদায় বললেন রুমানা'

প্রকাশ :


/ রুমানা আহমেদ /

২৪খবরবিডি: 'তিনটি শব্দ, ইংরেজিতে 'নো মোর ক্রিকেট'। শনিবার রাতে বাংলাদেশের নারী জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ তার ফেসবুক ভেরিফায়েড পেজে এই কথা লিখে ক্রিকেটকে বিদায় বলে দিলেন। ৫০টি ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা রুমানার শেষ আন্তর্জাতিক ম্যাচ গত ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের পর এপ্রিলে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি।'
 

'ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্ত বলে নির্বাচক জানান।' সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সাফল্যের অংশীদারও হতে পারেননি রুমানা। শেষ পর্যন্ত ক্রিকেট থেকে একেবারে বিদায় নিলেন। লিখলেন 'আর ক্রিকেট নয়'।
'বাংলাদেশের নারী ক্রিকেটকে বিদায় বললেন রুমানা'
২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক রুমানার। পরের বছর খেলেন টি-টোয়েন্টি। ওয়ানডেতে ৯৬৩ ও টি-টোয়েন্টিতে ৮৫৪ রান করেছেন। আর বল হাতে একদিনের ক্রিকেটে ৫০ ও কুড়ি ওভারে ৭৫ উইকেট পান।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত