সর্বশেষ

'আবারও ইসরায়েলি আগ্রাসন আল আকসায়'

প্রকাশ :


২৪খবরবিডি: 'আবারও ইসরায়েলি বাহিনী পবিত্র আল আকসা মসজিদে অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি পুলিশের প্রত্যক্ষ মদদে আল আকসায় প্রবেশে করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর আগে ফজরের নামাজ আদায়ে আল আকসায় প্রবেশে ফিলিস্তিনিদের বাধা দেয় ইসরায়েলি বাহিনী।'  
 

'আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে অবরুদ্ধ গাজা থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে এই রকেট ছোড়া হয় বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এসময় ইসরায়েলে ফায়ার সাইরেন বাজানো হয়। রমজান মাসে আল আকসায় ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে মালয়েশিয়াসহ কয়েকটি দেশ। এই ইস্যুতে জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংযুক্ত আরব আমিরাত ও চীনের আহ্বানে এই রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করা হয়েছে।'


'ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় রাতের অভিযানে আল আকসায় বেশ কয়েকজন আহত হওয়ার পর পশ্চিম তীরে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন আহত

'আবারও ইসরায়েলি আগ্রাসন আল আকসায়'

হয়েছে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে তুরস্ক। আরব লিগও এই অভিযানের নিন্দা জানিয়ে জরুরি বৈঠক করেছে।'-সূত্র: আল জাজিরা

Share

আরো খবর


সর্বাধিক পঠিত