সর্বশেষ

'সহজেই শেষ হচ্ছে না ইউক্রেন যুদ্ধ': তুরস্ক

প্রকাশ :


/ প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার / ছবি: রয়টার্স

২৪খবরবিডি: 'তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার মন্তব্য করেছেন, কিয়েভ-মস্কোর মধ্যে শান্তি আলোচনা ব্যবস্থা করা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সহজেই অবসান হচ্ছে না। শনিবার রাজধানী আঙ্কারায় বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এটা বলা ভুল হবে না যে আমাদের ইচ্ছা এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও ২০২৩ সাল পর্যন্ত এই যুদ্ধ চলতে পরে।'
 

'কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে চুক্তিতে মধ্যস্থতা করেছিল তুরস্ক। পাশাপাশি যুদ্ধ অবসানে আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনীয় নেতাদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করেছিল দেশটি। কিন্তু যুদ্ধ বন্ধের কোনও আলামত দেখা যায়নি। বরং দিনে দিনে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
'সহজেই শেষ হচ্ছে না ইউক্রেন যুদ্ধ': তুরস্ক
এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাই।' অন্তত একটি মানবিক যুদ্ধবিরতি, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা। এদিকে ইউক্রেনকে 'অসামরিকীকরণের' অগ্রগতির কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, মস্কো ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।'- সূত্র: আল জাজিরা

Share

আরো খবর


সর্বাধিক পঠিত