সর্বশেষ

কাতার বিশ্বকাপ: 'প্রথমার্ধে সমানে সমান স্পেন-জার্মানি'

প্রকাশ :


২৪খবরবিডি: 'প্রথমার্ধে দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটা হয়েছে সমানে সমান। আক্রমণ-প্রতি আক্রমণে দ্যুতি ছড়িয়েছে দুদলই, কিন্তু জালের দেখা পায়নি কেউই। স্পেনের জালে অবশ্য একবার বল জড়িয়েছিল জার্মানি। তবে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি সেটিকে পরে অফসাইড ঘোষণা করলে বাতিল হয় সে গোল। দোহার আল বাইত স্টেডিয়ামে রোববার স্পেন-জার্মানির গ্রুপ পর্বের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।'

 

'কোস্টা রিকাকে গোল বন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা স্পেন আজও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গোলও হতে পারত প্রথমেই। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর বুলেট গতির শট গোলরক্ষক মানুয়েল নয়ারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়। ৩৪তম মিনিটে ওলমোর পাস থেকে বক্সে দারুণ পজিশনে বল পেয়েছিলেন ফেররান তরেস।
কাতার বিশ্বকাপ: 'প্রথমার্ধে সমানে সমান স্পেন-জার্মানি'
কিন্তু শট লক্ষ্যে না রেখে উড়িয়ে মেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।যদিও লাইন্সম্যান পরে অফসাইডের পতাকাও তুলেছিলেন। পাঁচ মিনিট পর আন্টোনিও রুডিগার হ েডে বল জালে পাঠালে উল্লাসে মাতে জার্মানি, তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে থেমে যায় তাদের উদযাপন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত