সর্বশেষ

সৌদি প্রথমবার মানবাধিকার কমিশনে নারী প্রধান নিয়োগ দিল

প্রকাশ :


/ হালা আল-তুওয়াইজরি /

২৪খবরবিডি: 'প্রথমবারের মতো সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর। এই নারী প্রধানের নাম হালা আল-তুওয়াইজরি।'
 

'খবরে বলা হয়েছে, হালা আল-তুওয়াইজরিকে নিয়োগের জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছেন  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি মানবাধিকার কমিশনের বর্তমান প্রধান আওয়াদ বিন সালেহ আল আওয়াদের স্থলাভিষিক্ত হবেন।'


'এর আগে ২০১৭ সালের জুন থেকে পারিবারিকবিষয়ক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হালা আল-তুওয়াইজরি।

সৌদি প্রথমবার মানবাধিকার কমিশনে নারী প্রধান নিয়োগ দিল

মানবাধিকার কমিশনের দাবি, এটি একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ সংস্থাটি সরকারি প্রভাব থেকে মুক্ত।  অবশ্য প্রতিষ্ঠানের প্রধানকে নির্বাচিত করেন বাদশাহ।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত