সর্বশেষ

'ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নশিপ জয়'

প্রকাশ :


/ দারুণ বোলিং করেছে অস্ট্রেলিয়া /

২৪খবরবিডি: '২০২৩ সালের জুন থেকে তৃতীয়বার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো একই বেদনার গল্প লিখলো ছোটরাও। রবিবার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অথচ যুব বিশ্বকাপে আগের ছয়বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ভারত, এর মধ্যে ছিল দুটি ফাইনাল। এবার অজিরা জয়খরা কাটালো। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২৫৩ রান করে। তারপর দারুণ বোলিংয়ে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে ভারতকে অলআউট করেছে তারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় ওভারে ওপেনার স্যাম কনস্টাসকে হারায়।'
 

'আরেক ওপেনার হ্যারি ডিক্সন ও অধিনায়ক হিউজ ওয়েইবগেন ৭৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। দুজনই হাফ সেঞ্চুরি থেকে কয়েক রান দূরে থাকতে আউট হন। ৪২ রান করেন ডিক্সন ও ৪৮ রানে থামেন ওয়েইবগেন। দ্রুত দুটি উইকেট পড়ে গেলেও রায়ান হিকসকে নিয়ে হারজাস সিং হাল ধরেন। ৬৬ রানের জুটি ভেঙে যায় হিকসের (২০) বিদায়ে। ইনিংস সেরা ৫৫ রান করেন হারজাস। শেষ দিকে ওলিভার পিক অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলীয়
'ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নশিপ জয়'
স্কোর আড়াইশ পার করেন। ভারতের হয়ে রাজ লিম্বানি সর্বোচ্চ ৩ উইকেট নেন। লক্ষ্যে নেমে ভারতের কোনও ব্যাটার শক্ত হাতে হাল ধরতে পারেননি। রান রেট ঠিক থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাশুল গুনেছে তারা। সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। ৪২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাটে।অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসে বড় ভূমিকা রাখেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত