প্রকাশ :
২৪খবরবিডি: 'সীমান্তে অস্থির পরিস্থিতির কারণে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন। ইউএনও বলেন, আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।'
'টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে শনিবার থেকে জাহাজ চলাচল বন্ধ'