সর্বশেষ

'গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১৩ জন'

প্রকাশ :


/ ডেঙ্গু রোগী / ফাইল ছবি

২৪খবরবিডি: 'ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৩৯৩ জন মারা গেলেন। শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগী ১ হাজার ৬৩৮ জন। আক্রান্তদের মধ্যে ৪৩০ জন ঢাকার। ১ হাজার ২০৮ জন অন্যান্য বিভাগের।'
 

'স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৬৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৮৩৭ জন। বাকি ৪ হাজার ৭৯৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
'গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১৩ জন'
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৭৭২ জন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত