সর্বশেষ

'রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ'

প্রকাশ :


/ ডিএমপি /

২৪খবরবিডি: 'বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান অবরোধ ও রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতারের জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ কমিশনার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়ে ঊর্ধ্বতন সকল কর্মকর্তার সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তিনি ডিবির সকল টিম লিডারকে এই নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।'
 

'ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি পুলিশের কাছে রিমান্ডে থাকা সকল রাজনৈতিক মামলার আসামির বিষয়ে খোঁজ-খবর নেন। গোয়েন্দা কর্মকর্তারা রিমান্ডে পাওয়া তথ্যসহ অন্যান্য গোয়েন্দা তথ্য পুলিশ কমিশনারকে জানান। পরে পুলিশ কমিশনার সকল টিম লিডারদের রাজনৈতিক মামলার পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশনা দেন। এজন্য ক্রাইম ডিভিশনের সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করতে বলেন। সংশ্লিষ্টরা জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। এরপর প্রথমে একদিনের হরতাল ও পরবর্তীতে তিন দিনের টানা ৭২ ঘণ্টা অবরোধ ডাক দিয়েছিল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার ৭২ ঘণ্টার অবরোধ শেষ হওয়া পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। চলমান এই সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিহত হন। এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে শতাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই প্রায় অর্ধ শতাধিক মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ সারা দেশে দায়ের হওয়া মামলাগুলোর প্রত্যেকটিতেই বিএনপির শীর্ষ নেতা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ঢাকায় গত কয়েকদিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মির্জা আব্বাস ও আলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।'


'ডিএমপি সূত্র জানায়, বিএনপি সর্বশেষ ৭২ ঘণ্টার অবরোধ শেষে নতুন করে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। এজন্য বিএনপির পলাতক সকল আসামিকে গ্রেফতার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সামনের দিনে অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলো আরও বেশি সহিংসতা করতে পারে বলে

'রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ'

গোয়েন্দা তথ্য রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিএনপির কোনও নেতাই আর বাইরে থাকবে না। যারা এখন পলাতক রয়েছে তাদের প্রত্যেককেই গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। যারা যেখানে আত্মগোপন করে রয়েছে সেখান থেকেই তাদের গ্রেফতার করা হবে।'
 

'এদিকে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, রাজধানীর মতো অন্যান্য মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকেও সকল পলাতক আসামিকে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের তালিকা ধরে গ্রেফতার নিশ্চিত করতে বলা হয়েছে। যেসব নেতাকর্মী এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আত্মগোপন করে রয়েছেন বলে তথ্য পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের জানিয়ে দেওয়া হবে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, সামনের দিনে অবরোধের সময় বিএনপির নেতাকর্মীরা আরও বেশি চোরাগোপ্তা হামলা করতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাকে সে মামলাতেই গ্রেফতার দেখানো হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। আইজিপি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন, তা যখন আমরা নিশ্চিত করেছিলাম, তখন অতর্কিতভাবে মানুষের জানমাল ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। সে সময় বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউ দায়িত্ব নেননি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত