প্রকাশ :
২৪খবরবিডি: 'বিএনপিকে খুনি দল আখ্যা দিয়ে দলটির সঙ্গে কিসের সংলাপ বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, খুনিদের সঙ্গে আবার কিসের বৈঠক? খুনিদের সঙ্গে আবার কিসের আলোচনা? ব্রাসেলস সফর নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার কথা বলেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কার সঙ্গে সংলাপ? বিরোধী দলের সঙ্গে। কোন বিরোধী দল? বিরোধী দলটা কে? সংসদীয় নিয়মে বিরোধী দলের একটা ব্যাখ্যা আছে।'
'সে বসে ডিনার খাক (মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে)। ডায়ালগ করুক। এটা আমাদের দেশ। আমরা স্বাধীনতা এনেছি, রক্ত দিয়ে।তিনি বলেন, আমরা যে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র এ কথাটা মনে রাখা দরকার। খুনিদের সঙ্গে সংলাপ এটা
'কিসের সংলাপ খুনিদের সঙ্গে, প্রশ্ন প্রধানমন্ত্রীর'
আমাদের বাংলাদেশের মানুষও চাইবে না। বরং বাংলাদেশের মানুষ এখন বিএনপি-জামায়েতকে ঘৃণা করে তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ডে। তারা যেটুক অর্জন করেছে, সেটাও তারা হারিয়েছে। এখন মানুষের কাছে তারা ঘৃণার পাত্র। দুর্নীতির পাত্র।'