সর্বশেষ

'এবার প্রথম চলচ্চিত্রে এলেন নাবিলা'

প্রকাশ :


২৪খবরবিডি: 'অসংখ্য নাটকে অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম। এখনও নাটক নিয়েই ব্যস্ততা তার। এবার পা বাড়ালেন সিনেমায়। হ্যাঁ, সরকারি অনুদান পাওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। বেশ ক'দিন হয় চট্টগ্রামে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম 'যুদ্ধ জীবন'। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন।  নাবিলা এতে করছেন চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে।'
 

'গল্প মুক্তিযুদ্ধের গল্পের পটভূমিতে নির্মিত হচ্ছে 'যুদ্ধ জীবন'। সব মিলিয়ে তাই দারুণ এক উচ্ছ্বাস দেখা গেল নাবিলার মধ্যে। বললেন, এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। প্রথম সব কিছুই স্পেশাল। সিনেমাটিতে ফেরদৌস ভাইয়ের মত বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করছি। তার উপর আবার মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা। সব মিলিয়ে যুদ্ধ জীবন চলচ্চিত্রটি আমার জন্য স্পেশাল হয়েই থাকবে। চট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।'

 

 

'সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বার চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গল্পে শুটিং করছেন বলে জানালেন ফেরদৌস। বললেন, 'এখানে ক'দিন আগেই দামপাড়া নামে মুক্তিযুদ্ধের গল্পের একটি সিনেমার শুটিং করেছিলাম। এবার করছি 'যুদ্ধ ও জীবন'

'এবার প্রথম চলচ্চিত্রে এলেন নাবিলা'

সিনেমার।  আশির দশকের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প বলা হয়েছে। গত ৫-৬ দিন হয়  শুটিং শুরু করেছি। এখন আমাদের টিম চট্টগ্রামে অবস্থান করছে। চরিত্র নিয়ে বলতে নিষেধ আছে তাই বলতে পারছি না। ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা করছেন পরিচালক।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত