প্রকাশ :
২৪খবরবিডি: 'ওটিটি আর সিনেমার জোয়ারে রমরমা নাটকের বাজার অনেকটাই চাপা পড়ে গেছে। অনেক দিন হলো, তেমন কোনও নাটক আলোচনায় আসছে না। তবে দুদিন ধরে খানিকটা চমকে দিলো একটি নাটক। যেটার নাম 'কলিজার আধখান'। নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক; নাটকটা দেখে অনেক কেঁদেছি'; সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না- এমন হাজারও মন্তব্যে ভরে গেছে নাটকটির ইউটিউব কমেন্ট বক্স।'
'নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নি
য়ে করেছি,
'কলিজার আধখান' নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো'
যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি। 'কলিজার আধখান' নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। এতে একটি গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল।'