প্রকাশ :
২৪খবরবিডি: 'মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ট্রলারডুবির পর এ পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই সেই ট্রলারটির যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ২৪খবরবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার এই মৃতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৭ জন যাত্রী নিয়ে এটি ট্রলার ডুবে যায়।'
'স্থানীয় খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ২৪খবরবিড িকে বলেন, ঘটনাস্থলে এক নারীর মরদেহ রয়েছে। তিনি তিন সন্তানের জননী বলে জানা গেছে।
'এ পর্যন্ত মুন্সিগঞ্জে ট্রলারডুবিতে ৮ জনের মরদেহ উদ্ধার'
এদিকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোকসেদা (৩০) নামের এক নারীর মরদেহ নিয়ে যাওয়া হয়। মোকসেদা সিরাজদিখান উপজেলার লুতব্দি এলাকার বাসিন্দা বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা।'