সর্বশেষ

'আজ সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপির'

প্রকাশ :


২৪খবরবিডি: 'রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে আজ বুধবার সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। এর মাধ্যমে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করবে দলটি। বিএনপির মিত্র দল এবং জোটগুলোও যুগপৎ এই ঘোষণা দেবে আজ। তবে জামায়াত এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। দলীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে বিএনপি যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা করে কয়েকটি দাবিসংবলিত এক দফা আন্দোলন চূড়ান্ত করেছে।'
 

'একই সঙ্গে ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী কী করা হবে সে সম্পর্কে ৩১ দফার একটি রূপরেখা ঘোষণার কথাও রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ২৪খবরবিডিকে বলেন, 'শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই সরকারের পদত্যাগকে এক দফা হিসেবে বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে ঐকমত্য হয়েছে।' তিনি জানান, সমাবেশে এক দফা আন্দোলনের সঙ্গে রাষ্ট্র মেরামতের ভিত্তি হিসেবে যৌথ রূপরেখাও ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্র জানায়, আজকের সমাবেশের পর আগামী দু-এক দিনের মধ্যে গণ-অনশন কিংবা বিক্ষোভ সমাবেশ অথবা মিছিলের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি শুরু হতে পারে। এরপর পদযাত্রা, অবস্থান ধর্মঘট এবং সবশেষে ঘেরাও কর্মসূচিতে যাবে দলটি। হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচি দেওয়ার চিন্তা-ভাবনা নেই দলটির। এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের ঢাকা সফরের সময় বিএনপি ও সমমনা দল এবং জোটের এক দফা ঘোষণাকে তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করতে সমাবেশে নিজেদের অবস্থানের পক্ষে গণশক্তি দেখাতে চায় দলটি। এ জন্য বিএনপি পশ্চিমা দুটি প্রতিনিধিদলের ঢাকা সফরের সময়কে বেছে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের নীতিনির্ধারণী এক নেতা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল ঢাকা সফরের সময় নির্বাচন ও মানবাধিকার নিয়ে কথা বলবে। এ সময় সমাবেশ হওয়ায় তারা বিএনপির জনসমর্থন ও গণশক্তি নিজ চোখে দেখতে পারবে। প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দলের নেতারা এক দফা এবং যৌথ ঘোষণার ওপর ভিত্তি করে কথা বলবেন।'


'বছরজুড়ে নানা কর্মসূচি পালন করলেও এক দফা আন্দোলন ঘোষণাকে কেন্দ্র করে আজকের সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে দলটি। গত কয়েক দিন ধরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর, জেলা ও বিভাগীয় নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন দলের শীর্ষ নেতারা। সভায় ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের জেলাসমূহকে সমাবেশে জনসমাগম করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

'আজ সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপির'

গত বছর ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসনের মুক্তিসহ ১০ দফা আন্দোলন ঘোষণা করে। এর ভিত্তিতে এত দিন ধরে আন্দোলন করে আসছে দলটি। বিএনপি নেতারা জানান, আজকের সমাবেশে যোগ দিতে ঢাকা বিভাগের অনেক জেলা থেকে গতকাল রাতেই নেতাকর্মীরা রাজধানীতে এসে পৌঁছেছেন। আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা আজ সকালে রওনা হয়ে সমাবেশে যোগ দেবেন।'
 

'এক দফা আন্দোলন ঘোষণায় যা বলা হবে : এক দফা আন্দোলন ঘোষণায় বলা হবে, ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলের বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে। সমমনাদের সঙ্গে বৈঠক : 'এক দফা আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে গতকালও বিএনপির লিয়াজোঁ কমিটি বাংলাদেশ গণ-অধিকার পরিষদ (নুরুল হক নুর), গণতান্ত্রিক বাম ঐক্য ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করে।' বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আমরা মনে করি, আন্দোলনের এক দফা ও রাষ্ট্র মেরামতে রূপরেখা ঘোষণার মধ্য দিয়ে জাতি আশান্বিত হবে। আন্দোলন আরো শক্তিশালী হয়ে সরকারের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।' মাঠে থাকছে না জামায়াত' : ১০ দফা দাবির সঙ্গে জামায়াত একাত্মতা প্রকাশ করে যৌথ ঘোষণা দিলেও আজকের কর্মসূচিতে থাকছে না দলটি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ২৪খবরবিডিকে জানান, আগামী ১৫ জুলাই সিলেটের সমাবেশের মাধ্যমে তাঁদের মহানগরভিত্তিক সমাবেশ শুরু হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এক দফার ভিত্তিতে কর্মসূচি পালনের বিষয়ে তাঁরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে অন্যান্য দল ও জোট আজ বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, বিজয়নগর, পুরানা পল্টনসহ আশপাশের এলাকায় সমাবেশ ও সংবাদ সম্মেলন করে অভিন্ন ভাষায় একই কর্মসূচি ঘোষণা করবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত