সর্বশেষ

'আজ দুপুরে বিএনপির প্রতিনিধি দল যাবে ডিএমপিতে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপি থেকে এ বিষয়ে কোনো জবাব পায়নি তারা। তাই এবার সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে সরাসরি পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে দলটির একটি প্রতিনিধি দল। সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল।'
 

'বিএনপির প্রতিনিধি দলের সদস্য ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ বিষয়ে ২৪খবরবিডিকে বলেন, সমাবেশে অনুমতির জন্য দলের পক্ষে চিঠি দেওয়া হয়েছে। আজকে আমাদের দুই সদস্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে দুপুর ২টার দিকে। দলীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি।
'আজ দুপুরে বিএনপির প্রতিনিধি দল যাবে ডিএমপিতে'
সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে এরইমধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করেছে দলটি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেল ার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও। ১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোও।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত