২৪খবরবিডি:'আফগানিস্তানের বিপক্ষে নখদন্তহীন পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এই ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার এবাদত হোসেন। এমনকি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে। শনিবার দ্বিতীয় ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পান এবাদত। নিজের শেষ ওভারে বল করার জন্য রানআপ নেওয়ার সময় অস্বস্তিবোধ করেন তিনি। পরে ফিজিওর সঙ্গে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ব্যাটিংয়েও দেখা যায়নি তাকে।'
'টিমের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, ইনজুরি ততটা গুরুতর নয়। তার আশা দুই সপ্তাহের মধ্যে এই পেসার সেরে উঠবেন। তাতে করে টি-টোয়েন্টিতেও হয়তো খেলবেন না তিনি। শেষ ওয়ানডের জন্য এখনও
'আফগানিস্তান সিরিজ শেষ এবাদতের'
এবাদতের স্থলাভিষিক্ত ঘোষণা করেনি নির্বাচক কমিটি। ফিজিও বলেন, 'এমআরআই অনুযায়ী এটা বড় চোট নয়। দুই সপ্তাহের মধ্যে তাকে সুস্থ ফিরে পাওয়ার আশা। তিনি দলের সঙ্গেই থাকবেন, পুনর্বাসন করবেন।' প্রথম টি-টোয়েন্টি ১৪ জুলাই। শেষ ম্যাচ ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেটে।'