সর্বশেষ

' যেখানে হাত দিই সেখানেই অনিয়ম পাচ্ছি '

প্রকাশ :


/ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান/

২৪খবর বিডি: ' তিতাস গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেক্টরে অনিয়মের কথা তুলে ধরেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘যেখানেই হাত দিই, সেখানেই অনিয়ম পাচ্ছি।'
বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

 


সফিকুজ্জামান বলেন, ‘তিতাস গ্যাসের বিরতিহীন সাপ্লাই থাকার কথা, কিন্তু তা তারা দিতে পারছে না। এতে নাগরিকের অধিকার খর্ব হচ্ছে।’ তিনি বলেন, ‘গ্যাস সরবরাহে অনিয়ম। ওয়াসার পানি সরবরাহে অনিয়ম। সংরক্ষণ অধিফতরের এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে।

* ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক আরও বলেন, ‘আমাদের জনবল ২১৭ জন। আমি এই জনবল নিয়েই কাজ করার চেষ্টা করছি। সেখানে ভোক্তার অধিকার কতখানি নিশ্চিত করতে পরলাম, সেটা মূল্যায়নের ভার আপনাদের ওপর।’

 

/   ' যেখানে হাত দিই সেখানেই অনিয়ম পাচ্ছি '    /

 

* অর্থনৈতিক সাংবাদিকদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ব িষয়ক এই সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহারিয়ার। ইআরএফ’র সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত