সর্বশেষ

'টাঙ্গাইলের ছয়টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে'

প্রকাশ :


/ ভোটাররা কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন /

২৪খবরবিডি: 'টাঙ্গাইলের দুই উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঘাটাইল উপজেলায় পাঁচটি ও কালিহাতীতে একটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।'
 

'তীব্র কুয়াশা ও শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা রয়েছে। এ ছাড়াও দায়িত্বরত ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছেন। জানা যায়, ঘাটাইল উপজেলার রসুলপুর, সংগ্রামপুর, লক্ষ্মীন্দর, ধলাপাড়া ও সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার ৩৮১ জন।'


'এছাড়াও কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫৫ জন।

'টাঙ্গাইলের ছয়টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে'

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম বলেন, 'টাঙ্গাইলে ৬টি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত