প্রকাশ :
২৪খবরবিডি: 'এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এর নাম ব্যবহার করে ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।'
'লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতার মাসুম বিল্লাহ এই চক্রের মূল হোতা। সে নিজেকে আইনজীবী পরিচয় দিতো। চাকরির জন্য এসে প্রতারণার পর তারা যখন টাকা ফেরত চাইতে আসতো, তখন তাদের মামলার ভয় দেখানো হতো।
'এসএসএফের নামে' ভুয়া কোম্পানি খুলে কোটি টাকার প্রতারণা: গ্রেফতার ৬
প্রতারণাকে বৈধভাবে উপস্থাপন করার জন্য অফিসে ভুয়া লাইসেন্স ঝুলিয়ে রাখতো। সরকার অনুমোদিত এসএসএফ প্রাইভেট কোম্পানি লিমিটেড লিখে তারা পত্রিকায় বিজ্ঞাপন দিতো। যা দেখে চাকরিপ্রার্থীরা সরকারি প্রতিষ্ঠান মনে করতো। এছাড়া এসএসএফ একটি বিশেষ নিরাপত্তা সংস্থার নাম হওয়ায় চাকরিপ্রার্থীরা ওই সব প্রতিষ্ঠানকে এসএসএফের অঙ্গ সংগঠন মনে করতো। চাকরিপ্রার্থীরা সেখানে চাকরির জন্য আবেদন করতো।'
-সিকিউরিটি গার্ড, সহকারী সুপারভাইজার, সুপারভাইজার, সিকিউরিটি ইনচার্জ, মার্কেটিং অফিসার (পুরুষ), মার্কেটিং অফিসার (নারী), অফিস সহকারী, লেডি গার্ড, অফিস রিসিপশন পদে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখাতো চক্রটি। র্যাব কর্মকর্তা জানান, এ ধরনের চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। জড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলমান থাকবে।