সর্বশেষ

'প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন আজ, দ্বিপক্ষীয় বৈঠক করবেন জেলেনস্কির সঙ্গে'

প্রকাশ :


/ প্রধানমন্ত্রী শেখ হাসিনা /

২৪খবরবিডি: 'এবার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ বৃহস্পতিবার জার্মানির মিউনিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়াই তাঁর এই সফরের উদ্দেশ্য। তবে এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইউরোপীয় দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বর্তমান সরকারের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশ সরকারও ইউরোপ তথা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।'
 

'পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিউনিখ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরে বৈশ্বিক নিরাপত্তা ও কাঠামো, আঞ্চলিক সংঘাত এবং ইউরোপের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হবে। আলোচনায় আসবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ও ভূ-রাজনীতি।'


'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেবেন। তিনি জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাঝুঁকি এবং অর্থায়নের ওপর গুরুত্বারোপ করতে পারেন বলে জানা গেছে। এই সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ

'প্রধানমন্ত্রী জার্মানি যাচ্ছেন আজ, দ্বিপক্ষীয় বৈঠক করবেন জেলেনস্কির সঙ্গে'

শোলজের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে আলোচনা করবেন। এর আগে ২০১৭ সালে জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছিল।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত