সর্বশেষ

'প্রোটিয়াদের বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে রোহিত'

প্রকাশ :


/ রোহিত ও শুভমান /

২৪খবরবিডি: 'অতীতটা বড্ড বিবর্ণ। কুলীন টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় কখনো সিরিজ জিততে পারেনি ভারত। ১৯৯২ সালে প্রথম সফরের পর সেখান থেকে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে প্রতিটি দলকে। নিয়মিত টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এ দেশেই শুধু সিরিজ জয়ের উৎসব করতে পারেনি তারা। অগৌরবের ওই গল্প অন্যভাবে লেখানোর ব্রত নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার দল। সাদামাটা অতীতটা মুছে ফেলে রংধনুর দেশে নতুন সাফল্যের আবিরে কি রাঙাতে পারবে রোহিত শর্মার দল? দীর্ঘদিনের অতৃপ্তি ঘোচাতে বেশ আত্মপ্রত্যয়ী ভারত অধিনায়ক।'
 

'দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে তিনি রচনা করতে চান নতুন ইতিহাস, যা আগে কেউ করে দেখাতে পারেনি, সেটাই অর্জন করতে চাই। আমরা হয়তো এর আগে এখানে সিরিজ জিততে পারিনি, আমাদের সামনে ভালো করার তাই সুবর্ণ সুযোগ। অনেক আত্মবিশ্বাস নিয়ে আমরা খেলতে এসেছি। চেষ্টা করব কোনো ভারতীয় দল অতীতে যা করতে পারেনি তা অর্জন করার। দুই বছর আগে সর্বশেষ সফরেও প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেও শেষ হাসি হাসতে পারেনি ভারত। গৌরবের ওই রেকর্ড অক্ষুণ্ন রাখার প্রত্যয় ঝরল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার কণ্ঠে, এই রেকর্ড ধরে রাখার মধ্যে অনেক গর্ব আছে। ভারতকেও হয়তো এটা বাড়তি প্রেরণা জোগাবে। আমাদের তাই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।'


'সেবার ভারতকে হারানোর রূপকার ছিলেন প্রোটিয়া পেসাররা। এবারও ভারতবধের স্বপ্নে স্বাগতিকদের তুরুপের তাস লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদাদের নিয়ে তৈরি পেস আক্রমণভাগ। যদিও রোহিতদের মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট ম্যাচ অনুশীলনের সুযোগ পাননি রাবাদা-এনগিডিরা। তবু পেসারদের পক্ষে বাজি কোচ শুকরি কনরাডের, ওরা ফুরফুরে মেজাজে থাকবে এবং আগুনও ঝরাবে।

'প্রোটিয়াদের বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে রোহিত'

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মোটেও বিচলিত নন কনরাড, ভারতের মানসম্পন্ন ব্যাটার আছে ঠিকই। কিন্তু আমাদেরও দারুণ সব বোলার আছে। সেঞ্চুরিয়নে আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আর এই চক্রে ভারতের এটা দ্বিতীয় সিরিজ।' ক্রিকইনফো

Share

আরো খবর


সর্বাধিক পঠিত