সর্বশেষ

'স্টাফ বাসে আগুনে আহত কর্মীদের আর্থিক সহযোগিতা দিলো বিমান'

প্রকাশ :


/ গতকাল বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাসের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন /

২৪খবরবিডি: 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১২ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি স্টাফ বাসে করে বাসায় ফিরছিলেন ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস, রাজেন্দ্র দাসসহ আরো কয়েকজন বিমানকর্মী। রাত সাড়ে ১১টায় বাসটি বনানীতে পৌঁছলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।'
 

'সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমানকর্মী দুজনকে আর্থিক সহযোগিতা দিচ্ছে বিমান ম্যানেজমেন্ট। গতকাল বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাসের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন। শফিউল আজিম বলেন, বিমানকর্মীরা সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছেন।'


'সকল প্রকার প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিমানসেবা চালু রাখা হয়েছে।' নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরনের সহিংসতা কখনো কাম্য নয়।

'স্টাফ বাসে আগুনে আহত কর্মীদের আর্থিক সহযোগিতা দিলো বিমান'

তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশি্লষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান। ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাঁদের পাশে থাকার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে ধন্যবাদ জানান।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত