সর্বশেষ

'পার্বত্য রাঙামাটিতে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে'

প্রকাশ :


/ রাঙামাটিতে মশক নিধন কার্যক্রম /

২৪খবরবিডি: 'পার্বত্য জেলা রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ। দেশের অন্যান্য স্থানের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও ম্যালেরিয়া রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, গত ১০ দিনে জেলায় ১৯১ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত রয়েছে। যারমধ্যে জুরাছড়ি উপজেলায় ৫৩ জন। রাঙামাটির উপজেলাগুলোর মধ্যে জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়িতে রোগী বেশি পাওয়া যায়। জেলায় ম্যালেরিয়ায় মে মাসে রোগী ছিল ৩৬২ জন, জুনে ৬৬৭ জন।'
 

'যার মধ্যে শুধু জুরাছড়ি উপজেলায় চলতি বছর মার্চে ৫৫ জন, এপ্রিলে ৭৯ জন, মে মাসে ২৩৩ জন জুন মাসে ২৩৬ জন যার মাধ্যে দুমদুম্যা ইউনিয়নে সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া যাচ্ছে। ডেঙ্গুতে রাঙামাটিতে জনু মাসে পাঁচ জন, জুলাই মাসে ১১ তারিখ পর্যন্ত ছয় জন রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে একজন রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। রাঙামাটি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোধে শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম জোরদার শুরু করেছে। মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে  বিভিন্ন জায়গায় নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছেঁটানো হচ্ছে। এছাড়া যেসব স্থানে এডিস মশা ডিম পাড়ে, তা পরিষ্কার করা হচ্ছে।'


'রাঙামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ম্যালেরিয়া রোগী দেশের ২৯ ভাগ রাঙামাটিতে। যার মধ্যে দুর্গম এলাকায় সবচেয়ে বেশি। ইতোম ধ্যে সাড়ে ৩ লাখ মশারি বিতরণ কর হয়েছে।

'পার্বত্য রাঙামাটিতে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে'

ব্র্যাকের সহযোগিতায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কাজ চলমান রয়েছে। ডেঙ্গুর রক্ত পরীক্ষা আগামী ১ মাস ফ্রিতে করতে পারবেন। জ্বর হলেই যেন সবাই রক্ত পরীক্ষা করায় এবং বাড়ির আসে পাশে পরিষ্কার করার অনুরোধ জানান তিনি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত