সর্বশেষ

'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ জনসংখ্যার অধিকাংশই বিশ্বাস করে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দেশের জনসংখ্যার অধিকাংশই আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী পরিচালনা করা হবে। স্বচ্ছতার সঙ্গে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমরা ভোটের দিন ভোট দেব। কে নির্বাচনে আসলো, কে নির্বাচনে আসলো না, সেটি আমাদের দেখার বিষয় না।'
 

'গতকাল শনিবার রাতে জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে 'স্মার্ট কর্ণার' উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আমাদের ভোটারদের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে আমরা বিশ্বাস করি যদি ভোটারদের সেই উন্নয়নের চিত্র তুলে ধরতে পারি, তাহলে আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারব। নির্বাচন করে জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর, সুষ্ঠু সরকার প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন ইস্যু হয়েছে সেই উন্নয়ন ১০০ বছর যেন অব্যাহত থাকে। নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।'


'জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ জনসংখ্যার অধিকাংশই বিশ্বাস করে'

মতবিনিময় সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কবির বিন আনোয়ার দলীয় কার্যালয়ে ফিতা কেটে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত