সর্বশেষ

'সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যে কাজী সালাউদ্দিন, চাইলেন ক্ষমা'

প্রকাশ :


/ সংগৃহীত ছবি /

২৪খবরবিডি: 'বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দীন। এবার তিনি সাংবাদিকদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার বাফুফে ভবনে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। তার আগে তিনি সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কথাও বলেন।'
 

'সাধারণত সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা তাদের হাতে থাকা রেকর্ডার যন্ত্রগুলো চালু করে দেন। যে কারণে মুর্শেদী-মানিকের সঙ্গে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে! ওই সময় দুই সহসভাপতিকে সালাউদ্দিন বলছিলেন, 'বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে বাবার ছবি লাগবে! তার ভাষায়, 'জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।'কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দেশের সাংবাদিকরা। তাই সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের ক্ষোভ অনেক। কিছুদিন আগে আর্থিক দুর্নীতির দায়ে ফিফা কর্তৃক বাফুফের সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগ দুই বছর নিষিদ্ধ হওয়ার পর যেন সাংবাদিকদের ওপর সালাউদ্দিনের এই ক্ষোভ আরো বেড়ে গেছে।'


'এদিকে এমন বেফাঁস মন্ তব্য যে গণমাধ্যমকর্মীদের রেকর্ডারে রেকর্ড হতে পারে সেটা হয়তো অনুমান করতে পারেননি তিনি। পরবর্তীতে ভিডিও বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, 'আমি সংবাদমাধ্যমে নিউজ দেখছি, সাংবাদিকদের কষ্ট দিয়ে আমি কিছু বলেছি। তবে আমি সাংবাদিকদের কষ্ট দেয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে

'সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যে কাজী সালাউদ্দিন, চাইলেন ক্ষমা'

একটা বিষয় নিয়ে মজা করছিলাম। আমাদের এই কথা যে কেউ রেকর্ড করছিল সেটা আমি জানতাম না।' আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত