সর্বশেষ

'বাংলাদেশকে জিততেই হবে সিঙ্গাপুরের বিপক্ষে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের। সেজন্য স্বাগতিক সিঙ্গাপুরকে হারানো ছাড়া বিকল্প নেই। কারণ স্বাগতিকরা পরের পর্বে যেতে গোল পার্থক্যে সুবিধাজনক জায়গায় রয়েছে। স্বাগতিকরা যে হেলাফেলার নয় তার প্রমাণ মিলেছে আজ। শুক্রবার তুর্কমেনিস্তানকে তারা ৭ গোলে বিধ্বস্ত করেছে। তাতে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তুর্কমেনিস্তান।'
 

'জানাল বেসার স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর আক্রমণের ঢেউ তুলে পেয়েছে আরও ৫ গোল।এখন 'ডি' গ্রুপে সিঙ্গাপুর ও বাংলাদেশের সমান তিন পয়েন্ট।গোল পার্থক্যে এগিয়ে সিঙ্গাপুর। স্বাগতিকরা +৭ ও বাংলাদেশ +৬ গোল নিয়ে অবস্থান করছে।
 'বাংলাদেশকে জিততেই হবে সিঙ্গাপুরের বিপক্ষে'
রবিবার বাংলাদেশ ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠে যাবে সিঙ্গাপুর। তাই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও এই বিষয়ে অবগত।তবে জয়ের জন্য ভীষণ আত্মবিশ্বাসী তিনি।' ;

Share

আরো খবর


সর্বাধিক পঠিত