সর্বশেষ

'মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত থাকেন না'

প্রকাশ :


২৪খবরবিডি: 'সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে এসে তাদের কক্ষে অবস্থান করার সরকারি নির্দেশনা রয়েছে। তবে যথাসময়ে অফিস কক্ষে উপস্থিত থাকেন না মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা। এ ইস্যুতে ফের নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) এবং সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
 

'এর আগে ২০১৯ সালের ২৭ আগস্ট এবং ২০২১ সালের ১০ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার পর ৪০ মিনিট কক্ষে অবস্থান করার নির্দেশনার চিঠি পাঠানো হয়েছিল। নতুন চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না!'


'ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয় বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এ

'মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত থাকেন না'

অবস্থায় সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে আসতে বলা হয়েছে। পাশাপাশি ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয় নতুন চিঠিতে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত