সর্বশেষ

'রাশিয়া অস্ত্রের বদলে ইরানকে অস্ত্র দিচ্ছে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ড্রোনের পাশাপাশি মস্কোকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগও রয়েছে তেহরানের বিরুদ্ধে। অস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার পর ইরানের কাছে সহায়তা চায় রাশিয়া। এরপ্রেক্ষিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেয় পরমাণু শক্তিসমৃদ্ধ দেশটি। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের কাছ থেকে রাশিয়া শুধুমাত্র অস্ত্র সহায়তা নিচ্ছে না।'
 

'অস্ত্রের বদলে ইরানকেও তারা অস্ত্র দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় শুক্রবার (৯ ডিসেম্বর) দাবি করেছেন, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন ইরানকে 'অভূতপূর্ব সামরিক এবং প্রযুক্তিগত' সহায়তা দিচ্ছে রাশিয়া। এতে করে রাশিয়া-ইরানের সম্পর্ক পুরোপুরি 'সামরিক সম্পর্কে রুপ নিচ্ছে।' জন কিরবি জানিয়েছেন, ইরানকে দেওয়া সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। রুশ পাইলটরা এখন ইরানের পাইলটদের সুখোই এসইউ-২৫ যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। যেগুলো এক বছরের মধ্যে ইরানের হাতে পৌঁছাবে। তিনি বলেছেন, 'এসব যুদ্ধবিমান আঞ্চলিক প্রতিবেশীদের তুলনায় ইরানের শক্তি অনেকাংশে বৃদ্ধি করবে।' এছাড়া রাশিয়ার মাটিতে ইরান ড্রোন কারখানা তৈরির চিন্তা-ভাবনাও করছে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তবে ইরান-রাশিয়ার সামরিক সম্পর্ক যেন গভীর না হয় সেটি নিশ্চিতে যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছেন তি নি।'


'যুক্তরাষ্ট্রের এ প্রভাবশালী কর্মকর্তা আরও জানিয়েছেন, ইরান রাশিয়ার কাছে এখন 'কয়েকশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র' বিক্রির পরিকল্পনা করছে। এদিকে রাশিয়া-ইরানের মধ্যে অস্ত্রের বদলে অস্ত্র দেওয়ার বিষয়টিকে 'জঘন্য' চুক্তি হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। এক বিবৃতিতে তিনি বলেছেন, 'সামরিক ও প্রযুক্তিগত

'রাশিয়া অস্ত্রের বদলে ইরানকে অস্ত্র দিচ্ছে'

সহায়তা পেতে রাশিয়াকে ড্রোন দিয়েছে ইরান।' রাশিয়া ইরানকে সামরিক সহায়তা দেওয়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন ব্র্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, যদি এ কারণে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে দুই দেশকেই জবাবদিহিতার আওতায় আনা হবে।'-সূত্র: আল জাজিরা

Share

আরো খবর


সর্বাধিক পঠিত