সর্বশেষ

'রাঙামাটির লংগদুতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি', নিহত ১

প্রকাশ :


/ ফাইল ছবি /

২৪খবরবিডি: 'রাঙামাটির লংগদুতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ। নিহতের নাম শ্যামল চাকমা (৪৫)। তিনি ইউপিডিএফের কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ আটটার দিকে উপজেলার ছোট কাট্টলীতে গোলাগুলির ঘটনা ঘটেছে।'
 

তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) একদল সদস্য হামলা করে। এতে শ্যামল চাকমা মারা যান। কাট্টলী ইউপির সদস্য সাধন কুমার চাকমা বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। হতাহতের বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।


'লংগদু থানার ওসি (তদন্ত) সানজিদ আহমেদ বলেন, সেনাবাহিনীর একটি দল

'রাঙামাটির লংগদুতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি', নিহত ১

ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তারা যাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত